বোয়ালমারী সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরে শোভাযাত্রা শেষে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল শিকদারের সভাপতিত্ব এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মৃধা মিলন, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট জালালউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবর আলী, শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ময়না ইউপির সাবেক চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দাউদুজ্জামান দাউদ,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এস এম মহব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি রাজিবুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর হোসেন তুষার, দপ্তর সম্পাদক উজ্জ্বল বিন লাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ পাউন্ডের কেক কাটা হয়।
অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিসের নেতৃত্বে থানা রোডের দলীয় কার্যালয়ে (উপজেলা আওয়ামী লীগের সভাপতির নিজস্ব কার্যালয় দলীয় কার্যালয় হিসেবে পরিচিত) প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসরাফিল মোল্লা, মলয় বোস, সদস্য ও পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। তবে উপজেলা, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৮০ শতাংশ নেতা-কর্মীদের ডাক বাংলো চত্বরে সভাপতি কামরুল শিকদারের নেতৃত্বে উপস্থিত লক্ষ্য করা গেছে।
Leave a Reply