1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বোয়ালমারীতে স্থানীয় সরকার দিবস পালিত - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারীতে স্থানীয় সরকার দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮১ জন পঠিত
বোয়ালমারীতে স্থানীয় সরকার দিবস পালিত
বোয়ালমারীতে স্থানীয় সরকার দিবস পালিত

বোয়ালমারী সংবাদদাতা : সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকারথ-এই প্রতিপাদ্য বিষয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ের চেয়ারম্যান সচিববৃন্দ উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা, প্রদর্শনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বোয়ালমারী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় হওয়ায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেখ ও পরিষদের সচিব তরুন সরকারের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

ইউনিয়ন পর্যায় তৃতীয় স্থান অধিকার করায় গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম ও পরিষদের সচিব বিলাল হুসাইন হানজালার হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন করেছেন। প্রধানমন্ত্রীর প্রবর্তিত ‘আমার গ্রাম আমার শহরথ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডে গতি সঞ্চার হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরো গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরো জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। স্থানীয় সরকার দিবস উপলক্ষে বোয়ালমারী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার আয়োজন করেছে। আজ মেলায় সেবা প্রদানের পরিধি মূল্যায়নপূর্বক মেলার সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION