স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহটি শনিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তুষার প্রামাণিক উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ফরিদ প্রামাণিকের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন। তিনি বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলের বাবা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, তুষার প্রমাণিক ১০ বছর আগে খালাতো বোন নিপা পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তুষার প্রামাণিক স্ত্রীর সাথে দীর্ঘদিন বনিবনা ভালো যাচ্ছিলো না। শুক্রবার দিনভর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিলো। সন্ধ্যায় তুষারের বাবা ফরিদ প্রামাণিক নিপাকে মামা শ্বশুর বাড়ি উপজেলার চতুল গ্রামে পাঠিয়ে দেন। শুক্রবার রাত ১০টার দিকে তুষারের মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী থানার পুলিশ।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তুষারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার তুষারের মৃতদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply