বোয়ালমারী সংবাদদাতা : ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণায় বোয়ালমারী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কনফারেন্স হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা কৃষিবিদ এস এম রাশেদুল হাসান।
অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মহিলা অধিদপ্তর কর্মকর্তা শাহানা কাকলী। এসময় প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ‘ক’ শ্রেণীর তালিকায় ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন। সারা দেশে ভূমি ও গৃহহীন মানুষের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও দুই শতাংশ জমি বিতরণ করা হয়েছে।
বোয়ালমারী উপজেলার ‘ক’ শ্রেণীর তালিকার সকল ভূমি ও গৃহহীন মানুষদের মাঝে ৩০টা স্পর্টে ৪১৪ টি ঘর ও ৮ একর ২৮ শতাংশ জমি বিতরণ করা হয়। আগামীকাল বুধবার বোয়ালমারী এলাকার ‘ক’ শ্রেণীর তালিকা ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করা হবে। তবে চেয়ারম্যানদের তথ্যানুযায়ী গত ২ বছরে আরও ৭১ জন ভুমি ও গৃহহীন মানুষের তালিকা রয়েছে। তাদের কে পরবর্তীতে ভুমি ও গৃহ দেয়া হবে। এছাড়া প্রেস ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply