বোয়ালমারী সংবাদদাতা : স্মার্ট বাংলাশের মিশন ও ভিশন নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর বারোটায় বোয়ালমারী সরকারি কলেজ মাঠে এ মেলার প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে প্রদান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
প্রাণী সম্পদ ভেটেরিনারি ডা. মো. আব্দুল আলীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাড. কোরবান আলী, উপস্থিতি খামারিদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল খায়ের। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব বোয়ালমারী সাধারন সম্পাদক কাজী আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের ভেটেরিনারি টেকনিশিয়ান উপস্থিত ছিলেন। এ সময় মেলায় দেশীয় শালিল পাখি, ষাড় গরু, গাভি গরু, ছাগল, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়। প্রদর্শনী প্রতিযোগীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তান অধিকারিদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
Leave a Reply