বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে মাঘি পূর্ণিমায় গঙ্গাস্নানে পূর্ণার্থীদের উপচে পড়া ভীড়। প্রতি বছর মাঘ মাসের শেষার্ধে এ গঙ্গাস্নান উৎসব পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। রোববার গঙ্গাস্নানে উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়াকালী বাড়ী মন্দিরে লক্ষাধিক মানুষের সমাগম দেখা যায় এ মেলায়। মন্দিরের পাশ ঘেঁষে বয়ে চলা কুমার নদে বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ স্নান করেন।
কয়ড়া কালীবাড়ি মন্দিরের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা জানান, গঙ্গাস্নানের এ উৎসব এখানে প্রায় ৯শ বছর ধরে পালন করে আসছে হিন্দু ধর্মাবলম্বীরা। গঙ্গাস্নান উপলক্ষে সপ্তাহ ব্যাপী গ্রামীণ মেলা মিলে থাকে। এখানে সকল ধর্মের মানুষ বিশেষ করে মুসলমানদের সার্বিক সহযোগীতায় সুন্দর ও মনোরম পরিবেশে গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গাস্নান অনুষ্ঠানে এসে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন, অসাম্প্রদায়িক এ মিলন মেলায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি।
হাজার হাজার ভক্তবৃন্দের উদ্যেশে বলি; বাংলাদেশ আওয়ামীলীগের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তলাবিহীন ঝুড়ি থেকে আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে উন্নতশীল রাষ্ট্র হতে আর বেশি সময় লাগবেনা। তাই উন্নয়ন মূলক কাজ ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার ব্যানার্জী, কয়ড়া কালীবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক সমর কুন্ডু, হিন্দুমহাজোট নেতা বিপ্লব কুমার, ব্যবসায়ী নারায়ণ চন্দ্র নারু দাস প্রমুখ।
Leave a Reply