বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা মাদকসহ ২ যুবকে আটক করেছে র্যাব-৮ এর একটি টিম। রোববার সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের ফকিরপাড়া গ্রামের মুন্নু ফকিরের বসতঘর তল্লাশি করে ১২৯৫ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে র্যাব-৮। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাদিরদী গ্রামের ফকিরপাড়া মুন্নু ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ১২৯৫ পিচ ইয়াবা ও দুই যুবককে আটক করে।
আটককৃত দুই যুবক, কাদিরদী গ্রামের মুন্নু ফকিরের ছেলে রাব্বি ফকির (১৯) ও বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের মো. রবিউল ইসলাম (২৯)। ফরিদপুর র্যাব-৮ বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৫। মামলার আয়ু জয়নগর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সুব্রত কুমার বলেন, মাদক মামলার আসামীদের সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply