স্টাফ রিপোর্টার : বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদ দেড়যুগ পূর্তি করল। আজ রবিবার ফরিদপুর প্রেস ক্লাব হল রুমে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এই আয়োজনে সংগঠনটির সভাপতি বদিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, প্রফেসার রাবেয়া খানম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকি, এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক এম.এ সামাদ, সংগঠনটির সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, মাইনুদ্দিন আহমেদ, বাবু মল্লিক ও ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল।
বিভিন্ন পর্বের মধ্যে ছিল ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রকাশিত বই ও পত্রিকার এবং ছবি প্রদর্শনি। ফরিদপুরের স্থানীয় কবি লেখকরা তাদের প্রকাশিত বই সম্মানিত অতিথি বৃন্দকে উপহার দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৃহত্তর ফরিদপুরের ইতিহাস সংরক্ষণে উদ্যোগটি প্রসংশনিয় তবে তা সঠিক ও সত্য ইতিহাস হতে হবে। বিক্রিত ইতিহাস যদি কেউ প্রচার করে তার বিরুদ্ধেও সকলকে সৌচ্চার হবার আহŸান জানান তিনি। ফরিদপুরের ইতিহাস সংরক্ষণে তিনি পৃষ্ঠপোশকতা করবেন।
Leave a Reply