ভাঙ্গা সংবাদদাতা : রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী দল বিএনপির অংগসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আয়োজনে আসন্ন ২২ জুলাই তারুণ্যের সমাবেশকে ঘিরে ফরিদপুরের ভাঙ্গায় লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে ভাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান সহ পথচারীদের উদ্যেশ্যে নানা শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা পথচারী ও ব্যাবসায়ীদের উদ্যেশ্যে বলেন,বিগত ৩ টি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করে রেখেছে। নতুন প্রায় সাড়ে ত কোটি ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।
ভোট কাকে দিবেন সেটা আপনাদের ব্যাপার।আগে ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। তারা নাগরিক জীবনে নানা বৈষম্য তুলে ধরেন। বিতরনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খান সাইফুল,জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, জেলা যুবদলের সহসভাপতি কে,এম জাফর,সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, শিল্পবিষয়ক সম্পাদক মুন্নাফ খান,জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম সরন,ছাত্রনেতা কামরুল ইসলাম, সহিদ মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সি, ছাত্রনেতা মাহমুদুর রহমান প্রমুখ।
Leave a Reply