স্টাফ রিপোর্টার :
বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের কৈজুরী জাকের মঞ্জিল ময়দানে জাকের পার্টির বিভাগীয় ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন, রাজনীতির আকাশে কালো মেঘ, বোমা মেরে মানুষ হত্যা কারীরা আবার জেগে ওঠার অপেক্ষায়।
সমাবেশে মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, ইসলামের মানবিক সৌন্দর্য ও মূল্যবোধ বিনষ্টকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে হবে। জাকের পার্টি কোটি কোটি মানুষের ভালোবাসার দল। আমরা পেশাদার রাজনীতি করি না। বর্তমান ধারার রাজনীতিতে বিশ্বাসও করি না। সত্য আপন গতিতে বিকশিত হয়। কোনো ষড়যন্ত্রের জালে জাকের পার্টিকে ঢেকে রাখা যাবে না। দেশ ও জনগণের রক্ষায় জাকের পার্টি ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
বিশেষ অতিথির বক্তৃতায় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গীবাদ বিস্তারের অপচেষ্টা হচ্ছে। কিন্তু তা করতে দেওয়া যাবে না। জাকের পার্টির নেতৃত্বে সকল অপচেষ্টা রুখে দেয়া হবে। তিনি বলেন, জাকের পার্টি সকলকে সমান চোখে দেখে।
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে ইসলামী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। এসময় ফরিদপুর সাংগঠনিক বিভাগের সব কয়টি জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
Leave a Reply