মধুখালী অফিস :
তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ৯ টায় ফরিদপুর চিনিকল প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো:হারুন অর রশিদ,সহ সভাপতি মনিরুল ইসলাম,সধারন সম্পাদক কাজল বসু, সহ সাধারন সম্পাদক আ:বারিখ বিশ্বাস,শ্রমিক নেতা আবুল বাশার বাদশা প্রমুখ। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সধারন সম্পাদক কাজল বসু ফরিদপুর চিনিকলের পরিচালনা পরিষদকে উদ্যেশ্য করে বলেন পবিত্র ঈদুল আযহার আগে শ্রমিকদের বেতন বোনাস পরিষোধ করতে হবে । পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।এ বিষয়ে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন বেতন-ভাতার বিষয়ে সদরদপ্তরে জানানো হয়েছে। চিনি বিক্রি করে বেতনভাতা দেওয়ার বিষয়ে বলা হয়েছে। চিনি বিক্রি হলে খুব দ্রæতই বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা করা হবে।
Leave a Reply