স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১৫০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব)-১০ ফরিদপুরের একটি দল। গত শনিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা হতে ঢাকা-খুলনা মহাসড়কে ঝিনাইদহ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৯), চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার দৌলৎদিয়া মহল্লার বাসিন্দা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে লকিয়ে রাখা ওই ১৫০ বোতল ফেনসিডিল সহ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১০ ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, উদ্ধার করা ওই ফেনসিডিলের আনুমানিক মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার হওয়া জাহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহিদুল ইসলামকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামরাদায়ের করেছে। রবিবার জাহিদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply