1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষনা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষনা

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৮০ জন পঠিত
ফরিদপুর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষনা
ফরিদপুর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষনা

সবুজ দাস : ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং ঢাকা-২১৮৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষনা করা হয়েছে। (২০২২-২০২৫) মেয়াদী এই ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান শেখ মানা খেজুর গাছ প্রতীক নিয়ে ৩২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপরদিকে তার নিকটকম প্রতিদ্ব›িদ্ব মো: ওহিদুজ্জামান মাসুদ মিয়া ছাতা প্রতিক নিয়ে ১৯৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ ছাড়াও ৩৬০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে মোঃ গোলাম আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক পদে কলস প্রতীক নিয়ে মোহাম্মদ কালাম হোসেন বিজয়ী হয়েছেন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে বালতি প্রতীক নিয়ে মোঃ শাওন মন্ডল প্রথম, ময়ুর প্রতীক মোহাম্মদ সেন্টু সেক দ্বিতীয়, ও লাঙ্গল প্রতীক নিয়ে ফরিদুর রহমান টিটু তৃতীয় স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। কমিটির কোষাধ্যক্ষ পদে হাঁস প্রতীক নিয়ে খন্দকার মাহবুবুল আলম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে রিপন শেখ, দপ্তর সম্পাদক পদে বক প্রতীক নিয়ে মোঃ কামরুজ্জামান, প্রচার সম্পাদক পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ ইমারত মল্লিক বিজয়ী হয়েছেন। কার্যকরী সদস্য পদে মোহাম্মদ সাজ্জাত হোসেন মলিন, মোঃ সোবাহান মোল্লা, মোহাম্মদ মোস্তফা মোল্লা, মোহাম্মদ আনোয়ার খান, সৈয়দ ওয়াসিম, লাবু খান ও আমানত বিজয়ী হয়েছেন।

৩ জুন শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের মহিম ইনস্টিটিউশন স্কুলে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মধ্যে দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে মোট ২১ টি পদের মধ্যে সহ-সভাপতি ৩ জন, ক্রীড়া সম্পাদক ১ জন বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে আগেই নির্বাচিত হয়েছেন। বাকী ১৭ টি পদের জন্য নির্বাচনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। যার মধ্যে থেকে ১৭ টি পদের প্রার্থীরা বিজয়ী হন। নির্বাচনে মোট ৯ হাজার ৩৭ জন ভোটার এর মধ্যে ৬ হাজার ২ শত ৩৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। পরে ওইদিনই গণনা শেষে রাত ১২ টায় ফলা ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে জুবায়ের জাকির, সদস্য সচিব শেখ ফয়েজ আহম্মেদ ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন শেখ মনির হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থীগণ কার্যনির্বাহী পরিষদে আগামী তিন বছর মেয়াদী বলবৎ থাকবে। এদিকে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিলো চোঁখে পরার মতো। নির্বচনকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION