স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাফর উদ্দিন খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মঙ্গলবার রাত ৯ টার দিকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের বাড়ি পৌরসভার উত্তর শোভারামপুর গ্রামে। বাদ মাগরিব স্থানীয় শোভারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের ২য় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে ফরিদপুর পৌরসভা প্রাঙ্গনে দুপুর ১২ টায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির বলেন, মো. জাফর উদ্দিন খান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। ইন্ডিয়ার চিকিৎসকদের পরামর্শে চলতেন। গত মঙ্গলবার অফিস শেষে কথা বলে বাসায় গেলেন। বাসায় গিয়ে স্থানীয় মসজিদে আছর ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে একই এলাকায় তাদের পুরান বাড়িতে মায়ের সাথে দেখা করে ফেরার পথে রাস্তায় স্ট্রক করেন। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে অটোরিকসা যোগে হাসপাতালে নিচ্ছিলেন।
এসময় পরিবার খবর পেয়ে এ্যাম্বুলেন্স এনে অটো থেকে তাকে এ্যাম্বুলেন্সে করে শহরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ উপলক্ষে বুধবার পৌরসভার সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকে। পৌর পরিষদের শোক প্রস্তাব করা হয়েছে। সকল কর্মকর্তা-কর্মচারী মিলে কালো ব্যাচ ধারন করা হয়েছে এবং তার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
Leave a Reply