স্টাফ রিপোর্টার : ভয়কে ভেঙ্গে সাহস আর সততার সুর্য রেখায় পুলিশ থেকে গণমানুষের শান্তি ও কল্যাণের বাতি ঘর হয়ে উঠা ফরিদপুরে কর্মরত পুলিশ সুপার এর নাম মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা। জড়াজীর্ণতায় আক্রান্ত ফরিদপুরের রাজনীতিকে সচ্ছ সেবার মাধ্যম গড়ে তোলার পদ দেখানো এক সাহসী মানুষ তিনি। লোভ, লালসা ছুড়ে ফেলে দিয়ে অপরাধের অন্ধকারকে নিঃশেষ করার ব্রত নিয়ে দৃঢ় প্রত্যয়ে ছুটে চলা এক সাহসের নাম তিনি। সেই মানুষ ফরিদপুরের পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা (পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি) নতুন কর্মস্থল পরিচালক রেপিড একশন ব্যাটেলিয়ন কে বিদায় সম্বর্ধনা দিল খ্রিস্টীয় আন্ত মন্ডলী ফরিদপুর।
১১ জুলাই বেলা ১২:০০ টায় ব্যাপ্টিস্ট চার্চে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বলেন আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ। তিনি বলেন, আমি ফরিদপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এক্ষেত্রে আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি এজন্য আমি কৃতজ্ঞ। তিনি বলেন আমি বিগত দিনে আপনাদের পাশে থেকেছি এবং আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আমি যেখানেই থাকি না কেন আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি এ ধরনের অনুষ্ঠানে আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনার সংগীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক পল বিশ্বাস, বদরপুর ক্যাথলিক চার্চের সাধারণ সম্পাদক তপন বিশ্বাস, এইমসের অধ্যক্ষ সুভাষ বিশ্বাস, রিডার সুমন বারুই, ফাদার বরুন গোমেজ, বদরপুর ক্যাথলিক চার্চ সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ, প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন চার্চের সহ সম্পাদক আই ভি চক্রবর্তী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চার্চের সহ পালক মিসেস সাথী সাহা।
Leave a Reply