মানিক দাস :
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য সচিব আমিনুর রহমান ফরিদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। তারা জানান গত ২৮ জুন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ৩ সদস্যবিশিষ্ট যে কমিটি গঠন করেন তা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ৮/৫( খ) ধরার বিধান সঠিকভাবে প্রতিপালন হয়নাই। ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ উক্ত কমিটি অবৈধ ঘোষণা করেছেন। উক্ত কমিটি পূর্বের কোন কমিটির সাথে আলোচনা না করে একটা মন গড়া কমিটি তৈরি করেছে যা সম্পূর্ণ অবৈধ। ওই পকেট কমিটি গঠনের কারণে ফরিদপুর জেলা হিন্দু সমাজ ক্ষোভ প্রকাশ করে। এবং ঘোষণাকৃত অবৈধ কমিটি বাতিলের দাবি জানান। সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ। সুকেশ সাহা, উপস্থিত ছিলেন রঞ্জিত ভৌমিক, সঞ্জীবন সাহা, অসীম কুমার সরকার, বিপুল সাহা, গোবিন্দ চন্দ্র দাস, সুবীর শিকদার, সবিতা রানী, ঝন্টু সাহা, অটল চক্রবর্তী, প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর।
Leave a Reply