সবুজ দাস : ফরিদপুর সদর উপজেলা পরিষদ এর পক্ষ হতে উপজেলাধীন বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, স্বাস্থ্য সুরক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। ২০ জুলাই বুধবার উপজেলা পরিষদ এর হল রুমে বিভিন্ন স্কুল শিক্ষার্থী ও অসহায় প্রতিবন্ধিদের মাঝে এ সব সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব সামগ্রী বিতরন করেন।
জানা যায়, উপজেলা পরিষদ এর উন্নয়ন তহবিল হতে ২৩৪ টি হুইল চেয়ার, ২৫ টি বাইসাইকেল, ৩২ সেট বাদ্য যন্ত্র, ২০ টি ফুটবল ও ভলিবল, ৪০০ প্যকেট স্যানিটারি ন্যাপকিন বিতরন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালির সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান,
চাঁদপুর ই্উনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শামসুর নাহার মোহিদ, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুসহ বিভিন্ন স্কুল পর্যায়ের শিক্ষার্থী ও অসহায় প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা এলজিডি এর উপসহকারি প্রকৌশলী একেএম শামসুল আলম।
Leave a Reply