সবুজ দাস : ফরিদপুরে সাহিত্য অরুণোদয় দ্বিতীয় কবিতা উৎসব ও গুণীজন সম্মাননা (২০২২) অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই জুন শুক্রবার দিনব্যাপী শহরের পিটিআইয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, যশোর, থেকে আগত দেশ বরেণ্য কবি সাহিত্যিক ও নাট্যজনেরা অংশগ্রহন করেন। সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ এর জি.এম. কবি আবুল হাসান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাহিত্য অরুণোদয় সংগঠনের আহবায়ক ফৌজিয়া নাসরিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন লেখকের লেখনীর মধ্য দিয়ে মানুষের চিন্তাভাবনা ও অনুভুতির বহি:প্রকাশ পায়। একই সাথে বাংলা সাহিত্যের আলোক জ্যোতি ছড়িয়ে পরে মানুষের মাঝে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কৃতিত্বের কথা তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন শেখ মুজিবের জন্ম না হলে আজ হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। জাতির জনকের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা পরাধীনতার শিকল ছিড়ে আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই ভাষার মর্যাদা ধরে রাখার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। তবে অনুষ্ঠানে আগত কবি ও নাট্যজনেরা তাদের কর্মের মধ্য দিয়ে আজ এখানে সমবেত হয়েছে। একই সাথে তাদের সংগঠনও কর্মের মধ্য দিয়ে বেঁচে রয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ মিজানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রেজভী জামান, কবি হাবিবা আক্তার, নাট্যজন হাবিব তাড়াসী, কবি আতিয়ার রহমান এর কন্যা জামিলা রহমান দৃষ্টি, কবি ইকবাল রাশেদীন তরুণ, কবি ডাক্তার সালমা শাহনেওয়াজ পারভীন প্রমুখ। এরপর শিশুদের পরিবেশনায় নাচ অনুষ্ঠিত হয়। বিকালে কবিতা পাঠ ও গুনিজনদের সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে দিন ব্যাপি এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। এতে কবি ডাক্তার সালমা শাহনেওয়াজ পারভীন, কবি ইকবাল রাশেদীন তরুণ, নাট্যজন হাবিব তাড়াসী কে সম্মাননা স্মারক ও কবি আতিয়ার রহমান এবং কবি অমিতাভ মীর কে মরোনত্তর সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন ক্যাটাগড়িতে আগত কবিবরদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিল কেয়া সাংস্কৃতিক সংস্থা ও বাতিঘর সাহিত্য পরিবার।
Leave a Reply