স্টাফ রিপোর্টার : শ্রমিক অধিকারের সংগ্রামে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ফরিদপুরের কানাইপুরে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সমবায় সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা হাজারো শ্রমিকের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আয়োজিত সংগঠনের সভাপতি ফকির মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানা শ্রমিক লীগের নেতা ফকির মোঃ হেমায়েত হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বিশেই শেখ, শ্রমিক নেতা দুলাল শেখ, মোঃ নজরুল, আলমগীর গাছিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তব্যের শুরুতে আগামী ২৫শে জুন পদ্ম সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশের উন্নয়নে শ্রমিকের সার্ধ রক্ষায় আওয়ামীলীগ সরকারের পাশে থাকার জন্য সকল শ্রমিককে অনুরোধ করেন। সংগঠনের সার্বিক কর্মকান্ড ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহŸান জানিয়ে তিনি সংগঠনের পদ থেকে অব্যাহতি নিতে চান। এ সময় হাজারো শ্রমিক ¯েøাগান দিতে দিতে তাকেই পুনরায় সভাপতি হিসাবে সমর্থন করেন।
Leave a Reply