সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৬ই জানুয়ারি সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির আয়োজনে সকাল ১১ টায় শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পি এ এ। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদ আল সিদ্দিকী, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সায়েদুন নাহার পান্না, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ।
Leave a Reply