স্টাফ রিপোর্টার : আগামী ২৩ শে জুন ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি (২০২২-২০২৭) এর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে স্বচ্ছতার সহিত মনোনয়ন ফরম বিক্রি করেছে নির্বাচন কমিশন। ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নির্বাচনে আগ্রহী প্রার্থীগণ মনোনয়ন ফরম সংগ্রহ করতে লক্ষ করা গেছে।
শরিয়াতুল্লাহ বাজার কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম বিতরন
জানা যায় এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন মো: দেলোয়ার হোসেন ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কুদ্দুসুর রহমান কুদ্দুস। এ ছাড়া সদস্য হিসেবে এ.কে.এম. রহমুতুল্লাহ সিদ্দিকী (লিটন), মেহেদী হাসান বাবু, আবু জাফর মোল্লা, মো: মকবুল হোসেন, মো: হাফিজুর রহমান লাবু খান দায়িত্ব পালন করবেন। একইসাথে এ্যাডভোকেট আব্দুর রশিদ, গোলাম মো: নাছির, মো: নাজমুল হক তারা এ নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্ব পালন করবেন।
শরিয়াতুল্লাহ বাজার কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম বিতরন
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এ নির্বানকে ঘিরে ৭ই জুন দুপুর ২ টা পর্যন্ত মোট ৪৩ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৪৩ জন প্রার্থী। আগামী বৃহস্পতিবার এই মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে পুর্নাঙ্গ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত প্রার্থীদের প্রতিক বরাদ্দ পুর্বক আগামী ২৩ শে জুন সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহনের মধ্য দিয়ে নির্বাচিত কমিটির ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তিতে নির্বাচিত কমিটি ৪ বছরের জন্য ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করবেন।
শরিয়াতুল্লাহ বাজার কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম বিতরন
Leave a Reply