স্টাফ রিপোর্টার : ফরিদপুরে নানা কর্মসুচিপালনের মাধ্যমে রোটারী ক্লাব অব ফরিদপুরের রোটারী বর্ষ উদযাপন করা হয়েছে। রোটারী বর্র্ষ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে সাতটায় রোটারী ক্লাব অব ফরিদপুরের ঝিলটুলি কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচি শুরু হয়। পরে একটি বনাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এপর শহরের টেপাখোলায় সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত বৃদ্ধা আশ্রাম (শান্তিনিবাস) ও নারী, শিশু, কিসোর ও কিসোরী হিফাজখানায় খাবার বিতরন করা হয়।
রোটারী ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ এ টি এম শাহজাহান কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর স্বাচিবের সভাপতি রোটারিয়ান ডাঃ এম এ জলিল, রোটারিয়ান এ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নুরুল হুদা,উপতত্বাবাধয়ক তাহসিনাজামান, রোটারী ক্লাব অব ফরিদপুরের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আজম হোসেন ফকির, রোটারিয়ান ডাঃ ইনামুল হক, রোটারিয়ান এ্যাড.তুষার দত্ত, সেক্রেটারী রোটারিয়ান মানব সাহা, রোটারিয়ান ডাঃ সালাউদ্দিন আহমেদ দিলিপ,রোটারিয়ান ফরহাদ হোসেন প্রমুখ।
Leave a Reply