স্টাফ রিপোর্টার : ঈদের আগে তৃতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের ঈদ উপহারের ঘর পেয়েছে ফরিদপুর জেলার ০৯ টি উপজেলায় ৬ শত ৯৬ টি পরিবার। ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করেন। ২৬ এপ্রিল, ২০২২ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্পসহ বরগুনা সদরের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে কথা বলেন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ফরিদপুর জেলার ঘর নির্মাণের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী নগরকান্দা উপজেলার দু’জন উপকারভোগীর সঙ্গে কথা বলেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘরের চাবি তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান, প্রধান মন্ত্রীর প্রেস উপ-সচিব জনাব শাখাওয়াত মুন, পুলিশ সুপার জনাব আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুরের পৌর মেয়র জনাব অমিতাব বোস, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জেতী প্রু , সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব এন এম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র জনাব নিমাই চন্দ্র সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার
Leave a Reply