স্টাফ রিপোর্টার : ফরিদপুরে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ ভাবে রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
জেলা মহিলাি বষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল। মুক্ত আলোচনায় অংশ নেন নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, বøাষ্টের সমন্বয়কারী এ্যাড শিপ্রা গোস্বামী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগে রসহ-সভাপতি শামিম হক। এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালী বের করা হয়।
Leave a Reply