স্টাফ রিপোর্টার :
নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত শ্রমিকসহ সকল শ্রমিকদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে। শনিবার ফরিদপুর শহরের গোয়ালচামটে বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও পৌরমেয়র এ আশ্বাস দেন। ওই সভায় সংগঠনটির সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো: নাছির, ফরিদপুর জেলা মটর ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন বিএনপির কোনো দলীয় কর্মকান্ড আর নেই, তাদের কাঁধে ভর করে একটি চক্র আবার দেশে এক এগারো পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের ভুলে গেলে চলবেনা এক এগারোর সময় আর নাই, এখন ২০২২ চলে। তিনি বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামীলীগ সরকার দেশকে এগিয়ে যাচ্ছে এটা অনেকেরই সহ্য হচ্ছে না। সকল বিষয়ে শ্রমিকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, দেশের শ্রমজীবিদের বড় একটি অংশ নির্মাণ কাজের সাথে জড়িত। তারা অট্রালিকা গড়ে দেয় কিন্তু নিজেদের অট্রালিকা নেই। মানুষের সুখের আশ্রয়স্থল গড়ে দেয়া এই মানুষগুলো পাশে থাকতে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি শ্রমিকদের সব ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, বিভিন্ন সময়ে শ্রমিকরা দেশের স্বার্থে জীবন দিয়ে প্রমাণ করেছে তারা দেশ প্রোমক। আগামী দিনেও নানা ষড়যন্ত্র হবে, যে দিকে নজর রাখতে হবে শ্রমিকদের। তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছে আর শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি- জামাত এখনোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো: নাছির বলেন, শ্রমিকদের দাবী দাওয়া নিশ্চিত করতে নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদক বিশেষ ভুমিকা রাখছেন সর্ব মহলে। সঠিক নেতৃত্বকে আগামী দিনে ভোট দানের আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্রের কারণেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে যেতে পারেননি। সেই সোনার বাংলা গড়তে শ্রমিকদের ভুমিকা রাখতে হবে।
ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ শ্রমিকদের স্বার্থে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ভিডিও : https://youtu.be/GjrMj4_7Mt8
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের দেড় সহস্রাধিক শ্রমিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
Leave a Reply