সবুজ দাস : ফরিদপুর সদর উপজেলায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে, উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশন ২০২২ এর দ্বি- বার্ষিক নির্বাচন সুষ্ঠ ও নিরেপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেড ক্রাফট এর আর্থিক সহযোগিতায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর, কৃষ্ণনগর, ও কৈজুরী মোট ৩ টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। (২২ মার্চ) মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট ৩ টি ইউনিয়নের ১৭ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ১৩৫০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে সাগরী এবং সাধারন সম্পাদক পদে তাসলিমা নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও উক্ত নির্বাচনে সহ-সভাপতি পদে প্রিয়সী ও আরিফা, যুগ্ন সাধারণ সম্পাদক পদে সাথী, কোষাধ্যক্ষ পদে রিণা, সাংগঠনিক সম্পাদক পদে তানিরয়া শিল্পি, দপ্তর সম্পাদক কণা, কার্যকরী সদস্য পদে শিউলি, জেসমিন, হাফসা এ নির্বাচনে বিজয়ী হন। নবনির্বাচিত এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এ নির্বাচনে মোট ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন।
উল্লেখ্য এ নির্বাচনের প্রতিটি কেন্দ্রে ১ জন প্রিজাইর্ডিং অফিসার ও ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এর তত্ত¡াবধানে ও কড়া নিরাপত্তায় ভোটারগণ উল্লাসের সহিত তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া।
এ ছাড়াও উক্ত নির্বাচনের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ফরিদপুর জেলার রিজিওনাল কো-অর্ডিনেটর মো: আজিম উদ্দিন (আর.সি.) এবং সদর উপজেলা ফিল্ড কো- অর্ডিনেটর হাজিরা খাতুন (ইউ.এফ.সি.)। নির্বাচনের সার্বিক বাস্তবায়নের ছিলেন সৃজনী সংঘ এবং ট্রেড ক্রাফট। এদিকে উক্ত নির্বাচনে বিজয়ীগণ নারীর ক্ষমতায়নসহ নারীদের বিভিন্ন উন্নয়নমুলক কাজে বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন ভোটাররা।
Leave a Reply