স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে তিন অনলাইন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন- উপজেলার আদার কোঁঠা এলাকার খিরত রাজবংশীর দুই ছেলে নিঠুর রাজবংশী (৩৫) ও মিঠুন রাজবংশী (২৫) এবং একই উপজেলার দক্ষিণ শিবপুর এলাকার বিশ্বনাথ রাজবংশীর ছেলে কৃষ্ণ রাজবংশী (২৮)। আটকদের মামলা দায়ের শেষে সোমবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (১৮ জুন) বিকালে জেলার বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকা থেকে ওই তিন জুয়াড়িকে আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। তারা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েব সাইড ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে আসছে। আর দেশের বিভিন্ন স্থানের সহজ-সরল মানুষদের সরলতার সুযোগ গ্রহণ করে প্রতারণা করছে। মামলা দায়ের শেষে সোমবার (১৯ জুন) তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply