স্টাফ রিপোর্টার : বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই রোগীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মজিবর মোল্লার স্ত্রী সালেহা বেগম ও একই উপজেলার গট্রি গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার। এনিয়ে অদ্যবদি জেলায় মোট ৪০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৬ জন ভর্তি হয়েছে, আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাতশ ৭৮ জন। আর ছাড়পত্র নিয়েছেন তিনশ ১৪জন।
Leave a Reply