স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের সিংপাড়ায় চলছে বার্ষিক ২৪ তম সর্বজনীন নগর কীর্ত্তন অনুষ্ঠান। প্রতিদিনই জেলা শহর সহ বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্ত বৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সিংপাড়ার এ বাৎসরিক অনুষ্ঠান। ঢোল ও ঝাঁকির উচ্ছল উচ্ছ্বাস শব্দের মধ্য দিয়ে ঈশ্বরের গুণ ও লীলার নানা বিষয় উপভোগ করছেন আগত ভক্তবৃন্দ।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা জানান ৪০ প্রহর ব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে, তারকব্রহ্ম নাম সংকীর্তন, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, ভোগ রোগ, মহাপ্রসাদ বিতরণসহ হিন্দু ধর্মীয় নানা অনুষ্ঠান প্রচার এর মধ্য দিয়ে আগামী ৩ জুন এই কীর্ত্তন অনুষ্ঠান শেষ হবে।
Leave a Reply