স্টাফ রিপোর্টার : ফরিদপুরে গাঁজা ও ইয়াবাসহ খোকন শেখ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৮ মে) দুপুরে জেলা শহরের রথখোলা নামক এলাকা থেকে ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোকন ওই এলাকার ক্ষিদির শেখের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম শহরের রথখোলা এলাকায় অভিযান চালায়। এসময় ১’শ ৫০ পিচ ইয়াবা ও ১’শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রিত ১২’শ টাকাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, এই সংক্রান্তে এসআই মাহাবুল করিম বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
Leave a Reply