মানিক দাস : বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর বিভাগীয় কর্মীসভা আজ সকাল সাড়ে ১০ টায় শহরের কাঠপট্টিস্থ তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহাম্মাদ আমিনুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় যুগ্ম সম্পাদক মুফতি মোস্তফা কামাল,ফরিদপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল সহ ফরিদপুর, রাজবাড়ী,গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর ও মাগুরা জেলার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন দেশের সকল দুর্নীতির সাথে সকল রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা রয়েছে।তারা বলেন বিগত ৫০ বছরে যারাই দেশের শাসন ক্ষমতায় এসেছে তারাই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই লুটেরা সরকারের পতন ঘটিয়ে দেশে ইসলামী শাসন ব্যাবস্থা কায়েম করতে হবে। তারা ইসলামী শ্রমিক আন্দোলনের প্রত্যেক নেতাকর্মীকে ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
Leave a Reply