স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদিস্থ হল্যান্ড চাইল্ড হাউসে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ মত বিনিময় সভায় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্না হাসান ও অমিতাভ বোস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আবুল ফয়েজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই বীর মুক্তিযোদ্ধাদের ভাগ্যোন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বাসস্থান, চিকিৎসা, মুক্তিযোদ্ধা কোটাসহ নানাবিধ সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। বক্তারা বিএনপি – জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার সোচ্চার হওয়ার আহবান জানান।
Leave a Reply