1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন - আজকের ফরিদপুর
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১৪ জন পঠিত
ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন
ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে অমর একুশে গ্রন্থ মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্ধোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। শহরের অম্বিকা ময়দানে এ মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। এ মেলায় ৩০টি স্টল রয়েছে। এসব স্টলের কোন কোনটিতে বই প্রদর্শনী এবং কোন কোনটিতে বই বিক্রির ব্যবস্থা রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে আজাদ বলেন, বাংলা ভাষ আমার মায়ের ভাষা, বাংলা ভাষা আমার ভাষা, বাংলা ভাষা আমাদের সন্তানদের ভাষা।

এই ভাষাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বই পরবো সন্তানদের বই পড়তে উৎসাহিত করবো। তিনি বলেন, আমাদের সাংস্কৃতির অবক্ষয় হয়েছে, এতটাই মান নেমে এসছে যে, একসময় এ ধরনের বই মেলার আয়োজন স্থানীয় লেখক, কবি, সাহিত্যিকরা করতেন। আর জেলা প্রশাসক আয়োজন করে আমাদের দাওয়াত করে এনেছেন। ফরিদপুরে এমন চিত্র ছিল না, ফরিদপুর ছিল একটি সাহিত্যে ও সংস্কৃতিতে সমৃদ্ধ নগরী। সেখানে সাহিত্য অঙ্গনের মানুষেরাই বই মেলা, কবিতা উৎসবের আয়োজন করতেন। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ এমদাদ হুসাইন, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক মোঃ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল দেখেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ফরিদপুর শিল্পকলা একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION