1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নতুন অফিস উদ্বোধন
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নতুন অফিস উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫৪২ জন পঠিত
ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নতুন অফিস উদ্বোধন
ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নতুন অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ফরিদপুর শাখার নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নতুন শাখা অফিস উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি নূর মোহাম্মদের (অবসরপ্রাপ্ত পুলিশ সুপার) সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির ফরিদপুর শাখার সভাপতি নূর মোহাম্মদ বলেন, “তিন বছর ধরে ফরিদপুরে আমাদের কার্যক্রম চললেও আমাদের নিজস্ব কোনো স্থায়ী অফিস ছিলোনা। আমরা পুলিশ সুপার আলিমুজ্জামান সাহেবের সহযোগিতায় মাথাগুঁজার একটা ঠাঁই পেয়েছি। এছাড়া এসপি আলিমুজ্জামান সাহেব ও অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সবসময় আমাদের সহযোগিতার ধারা অব্যাহত রেখেছেন। আমাদের মতো অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের এটা বড় পাওয়া। আমরা তাদের মতো মানবিক পুলিশ অফিসারদের জন্য মঙ্গল কামনা করছি।” এসময় পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, “প্রাক্তন পুলিশ অফিসাররাও সমাজের জন্য অবদান রাখতে পারেন।

তারা অবসরে গেলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়না। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের যে এলাকায় বাড়ি সে এলাকার এসপিকে তথ্যসহ নানাভাবে সহযোগিতা করলে সে এসপির অপরাধ দমনে কাজ করতে সুবিধা হয়। আশা করি সমাজের জন্য সে অবদান অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা রাখতে চেষ্টা করবেন।” অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ১৯৮২ সাল থেকে কেন্দ্রীয়ভাবে তাদের কার্যক্রম শুরু করে। এ সমিতির অধীনে ৩১ টি ফান্ড রয়েছে। এই ফান্ড থেকে অসুস্থ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের চিকিৎসার জন্য সহযোগিতা করা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সন্তানদের শিক্ষা গ্রহণে অনুদান প্রদান, বিভিন্ন দুর্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানো, পুলিশের দুঃস্থ বীর মুক্তিযুদ্ধোদের আর্থিক সহায়তা প্রদানসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION