স্টাফ রিপোর্টার : বেসরকারি হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানালেন ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ও সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান। ২৩ ফেব্রুয়ারী ২০২২; বুধবার বিকাল ০৩.৩০ মিনিটে সিভিল সার্জন অফিস কক্ষে অনুষ্ঠিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলান বাংলাদেশ টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের উদ্যোগে ফরিদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে স্বাস্থ্যসেবার মানন্নোয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।
তিনি বলেন; সাম্প্রতিক অভিযানে ১২টি বেসরকারি হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় এবং গত ৩ ফেব্রুয়ারী এক চিঠির মাধ্যমে যে সকল প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা নাই সেসকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সহ ত্রæটি সংশোধনের জন্য প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। উল্লেখ্য গত বছরের নভেম্বর মাসের ২২ তারিখে সনাক এক চিঠির মাধ্যমে অনুমোদনহীন ও নি¤œমানের প্রাইভেট ক্লিনিকসমূহ বন্ধের উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
এছাড়াও তিনি জেলার স্বাস্থ্য সেবার মানন্নোয়নে জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রম বিশেষ করে চিকিৎসকসহ অন্যান্য শুন্যপদ পুরণে উদ্যোগ গ্রহণ, বিকল যন্ত্রপাতি সংস্কার, দালালের উপদ্রপ নিরসনে পুলিশী অভিযান, শিশু ও নবজাতক রোগীদের বিশেষ সেবা প্রদান, কমিউনিটি ক্লিনিকের তদারকী বৃদ্ধিকরণ ও আগামি ২৬ ফেব্রæয়ারী গণটিকা কার্যক্রম সফল করাসহ নানাবিধ পরিকল্পনার কথা তুলে ধরেন।
সনাক ফরিদপুরের সভাপতি এ্যাডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ গনেশ কুমার আগরওয়ালা, ডেপুটি সিভিল সার্জনসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক ফরিদপুরের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনোয়ারা মোর্শেদা চৌধুরী। সনাক ফরিদপুরের সভাপতি এ্যডভোকেট শিপ্রা গোস্বামী স্বাস্থ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন; সনাাকের পক্ষ থেকে অনুমোদনহীন ও নি¤œমানের বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক হাসপাতাল সমুহের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য সুপারিশ করা হয় তারই আলোকে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক অভিযান প্রশংসার দাবী রাখে।
তিনি আরও বলেন; স্বল্প জনবল দিয়ে কর্তৃপক্ষের সেবা প্রদানের আন্তরিক প্রচেস্টাও প্রশংসার দাবী রাখে। তিনি চিকিৎসকসহ ও অন্যান্য শুন্যপদ পুরণের জন্য ঊর্ধতন কর্র্তপক্ষের দৃষ্টি আকর্ষনের অনুরোধ জানান এবং সনাক ও সুশীল সমাজের পক্ষ থেকে প্রযোজনীয় সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যাক্ত করার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত করেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই প্রকাশ কুমার বিশ^াস।
Leave a Reply