হারুন-অর-রশিদ : ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার হওয়া দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) বিকালে ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইমদাদুল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের হেলিপোর্ট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিনজন হলেন, ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকার রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম জনি (২৪), একই এলাকার সোরাপ মৃধার ছেলে পারভেজ মৃধা (২১) ও জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের শেখ আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ আলী (৪১)। পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, আলোচিত দুই হাজার কোটি টাকা মানিলন্ডারিং মামলায় জব্দকৃত বাসগুলি ইন্সুরেন্সের ক্ষতিপূরণ ও ব্যাংক লোনের দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্যেই এ আগুন দেওয়ার কথা স্বীকার করেছে গ্রেফতাররা। এব্যাপারে আরো ব্যপক তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
এব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বলেন, গ্রেফতার জহুরুল ইসলাম জনি আলোচিত বরকত-রুবেলের মালিকানাধীন বাসগুলোর ম্যানেজার ছিলেন। এছাড়া গ্রেফতার হওয়া মোহাম্মদ আলী তাদের বাসগুলো ধোয়ামোছার কাজ করতেন। প্রসঙ্গ, গত ১২ মার্চ রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের পাশে রাখা আলোচিত দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন নামের ১২টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগে সেখানে রাখা ২২টি বাসের মধ্যে ১২টি বাস আগুনে পুড়ে যায়।
Leave a Reply