স্টাফ রিপোর্টার :
ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ করার প্রস্তাব গ্রহন করে পরবর্তী ব্যবস্থার জন্য সুপারিশ করা হয়েছে। রোববার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ফমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, ফমেক ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐশিকা ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ করার প্রস্তাবনাটি একাডেমিক কাউন্সিলে প্রেরণ করেন। সভায় প্রস্তাবনাটি সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং পরবর্তী ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি জানান, প্রস্তাবনাটি মন্ত্রনালয়ে চুড়ান্ত অনুমোদনের জন্যে পাঠানো হবে, একই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতির জন্যে উপস্থাপন করা হবে।
এদিকে এ খবর প্রচার হওয়ার পর ফরিদপুর জেলা ছাত্রলীগ ও মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। #
Leave a Reply