স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে। ২১জুন মঙ্গলবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা পৌর কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা কালে ৩ টি দোকানে এ সব মালামাল থাকায় জরিমানা আদায় করা হয়। একই সাথে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ, ক্রয়/ বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এতে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
Leave a Reply