স্টাফ রিপোর্টার :
পরিবহন সেবায় নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য সেবার কথা বিবেচনায় রেখে জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো. নাসিরের তত্বাবধানে ফরিদপুরের কয়েকশত পরিবহন শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন করে জাতীয় পরিবহন শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখা।
প্রাইম অর্থপেডিক এ্যান্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহযোগীতায় ফরিদপুর নতুন বাসষ্টান্ড এলাকায় আয়োজিত হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।
ভিডিও :
জাতীয় পরিবহন শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি হায়দার খানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলমান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নতুল ফেরদৌস শাপলাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিকদের উদ্ধেশ্যে এমন আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন জানান প্রধান অতিথি।
আর গোলাম মো. নাসির তার বক্তব্যে শ্রমিকদের কল্যানে আরো বেশী নিবেদিত হয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply