1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
পদ্মা নামেই বিভাগ : রোববার নিকারের সভায় অনুমোদন
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পদ্মা নামেই বিভাগ : রোববার নিকারের সভায় অনুমোদন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৮৮ জন পঠিত
পদ্মা নামেই বিভাগ : রোববার নিকারের সভায় অনুমোদন
পদ্মা নামেই বিভাগ : রোববার নিকারের সভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার : পদ্মা নামে ফরিদপুর বিভাগ হচ্ছে। আগামী রবিবার প্রশাসনিক পুনবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়নকমিটি (নিকার) সভায় এ বিষটি পাশ হবে বলে আশা করা যাচ্ছে। ওই সভায় সভাপতিত্ব করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ নিয়ে ফরিদপুরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। দীর্ঘ দিন পর সে দাবি পূরণ হতে যাচ্ছে। ‘পদ্মা’ নামে ফরিদপুর বিভাগ বাস্তবায়িত হতে যাচ্ছে। এ খবর শুনে ফরিদপুরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন। ফরিদপুর বিভাগ বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে ফরিদপুর উন্নয়ন কমিটি। ১৯৮৫ সালে ফরিদপুরে গঠিত হয়‘ফরিদপুর বিভাগ ও পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি’। ওই কমিটি পরে ফরিদপুর উন্নয়ন কমিটি হিসেবে আত্ম প্রকাশ করে। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পর ওই কমিটি ফরিদপুর বিভাগ বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছে। ফরিদপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল আজিজ বলেন, এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের খবর। আমাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। পদ্মা সেতু হয়ে গেছে। এখন বিভাগ হচ্ছে। বিভাগ হলে এ অঞ্চলের উন্নয়ন তরান্বিত হবে। এজান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা গোস্বামী বলেন, আমাদের বৃহত্তর ফরিদপুর বিভাগ হবে এজন্য খুব খুশি। তবে ‘পদ্মা’ নামের জায়গায়‘ ফরিদপুর’ নামে হলে আরও বেশি খুশি হতাম। তিনি বলেন, বিভাককে পরিপূর্ণতা দেওয়ার জন্য ফরিদপুর সিটি কর্পোরেশন ঘোষণাসহ যাযা করার প্রয়োজন দ্রæত তার বাস্তবায়ন চাই। ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, এ খবরে আমরা অত্যন্ত খুশী। তবেফরিদপুরএকটিপুরনোজনপদ। বিভাগটা ‘ফরিদপুর’ নামে হলে আরও ভাল হতো। তারপরও বিভাগ হচ্ছে শুনে অত্যন্ত খুশী হয়েছি। আমাদের দাবি বিভাগীয় সদর দপ্তরসহ প্রতিতি সদর দপ্তর ফরিদপুর শহরে স্থাপন করা হোক। এ বিভাগে ফরিদপুর নামে একটি পাবলিক বিশ^াবিদ্যালয়, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয় ও একটি মেডিকেল বিশ^বিদ্যালয়ের দাবি জানাই। ফরিদপুরে আশেপাশের জেলা শহর থেকে চিকিৎসা সেবানিতে প্রতিদিন প্রচুর রোগী আছে সেক্ষেত্রেএকটি মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপন করা গেলে এ অঞ্চলের স্বাস্থ্য সেবামান বাড়বে ও সাধারণ জনগণ উপকৃত হবে। প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ মোদাররেছ আলী ওরফে ইছা বলেন, ফরিদপুরের মানুষ হিসেবে বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবী দীর্ঘদিনের। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এ সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি ফরিদপুর নামটি গত চারশ বছর ধরে এ অঞ্চলের সাথে মিশে আছে। সে নামটি না থাকায় বেদনা অনুভব করছি।

জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক বলেন, এ সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী জননেত্রী আগেই দিয়েছিলেন। এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। জননেত্রীর জন্ম ফরিদপুরে, জাতির পিতার জন্মস্থল ফরিদপুর। বিভাগ গঠনের ক্ষেত্রে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই চুড়ান্ত। বিভাগ ঘোষণা হচ্ছেএজন্য জননেত্রীকে ধন্যবাদ জানিয়ে খাটো করতে চাইনা। ওনার নিজের জায়গা, যা করেছেন নিজে থেকেই করেছেন। এজন্য ফরিদপুরের জনগণ ও জেলা আওয়ামীলীগের পক্ষ জননেত্রী শেখহাসিনাকে ধন্যবাদ জানাই। আমি জেনেছি বিভাগীয়সদর দপ্তর ফরিদপুর শহরে হচ্ছে। এটি আমাদের একটি বড় পাওয়া। নতুন নতুন ভবন নির্মান করা হবে। ডিআইজি ও বিভাগীয় কমিশনারের কার্যালয় নির্মিত হবেএর মাধ্যমে ফরিদপুর শহরে ঢেলে সাজানোর সুযোগ পাওয়া যাবে। শামীম হক আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আরও পাঁচবছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকবেনএবং চলমান মেগা প্রকল্প শেষ করাসহ মুক্তিযুদ্ধের চেতার বাংলাদেশ আরও শক্তিশালী হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION