স্টাফ রিপোর্টার : ফরিদপুরে টাকার বিনিময়ে আবাসিক হোটেলে রুমে ভাড়া দিয়ে পতিতাবৃত্তি করায় কৃষ্ণ কুমার বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মে) দুপুরে ফরিদপুর শহরের হ্যাভেন-সি নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃষ্ণ জেলা সদরের মুরারিদহ গ্রামের সুরেজ চন্দ্র বিশ্বাসের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের হ্যাভেন-সি নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় কৃষ্ণ কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃষ্ণ’র বিরুদ্ধে আবাসিক হোটেলটিতে টাকার বিনিময়ে রুম ভাড়া দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগ রয়েছে। এই সংক্রান্তে এসআই ভাস্কর কুন্ডু বাদী হয়ে কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
Leave a Reply