স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (৪৯) সহ নড়াইল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ১০ নেতাকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানার পুলিশ। গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালাগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য নয় জন হলেন- নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ(৩৬),
লোহাগড়া উপজেলা যুবদলের আহŸায়ক খান মাহমুদ আলম (৪৮), নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম (৪৫), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরণ মৃধা (৩০), ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ (৪৫), একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আরমান শেখ (৩০), ইতনা ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম শেখ (৩০) ও মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি খিজির আহমেদ (৫৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, নড়াইল ও ফরিদপুর জেলার সীমন্তবর্তী এলাকা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালাগ্রামে বৃহস্পতিবার(২ নভেম্বর) রাতে নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। ওসি দাবী করে বলেন,এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা।
এতে অন্তত ৪ জন পুলিশ আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির ওই ১০ নেতাকে আটক ও ৫টি মোটরসাইকেল জব্দ করে। একইসাথে বিস্ফোরিত দুটি ককটেলের আলামত উদ্ধার করা হয়। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলায় দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার(৩ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply