স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে পিটিয়ে নিহত দুই ভাই আরশাদুল ও আশরাফুলের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কমিটির সাত নেতা। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে যান নেতৃবৃন্দ।
এ সময় তারা নিহতের বাবা মো. শাহজাহান খানসহ নিহত দুই ভায়ের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেন। পাশাপাশি নেতৃবৃন্দ শাহজাহান খানের ছোটছেলের পড়ালেখার দায়িত্ব নিবেন বলে ঘোষণা দেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমার দুই ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে করার দাবি জানাই। তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমার ভাইয়েরা ওই ঘটনার সময় সাত ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
হয়তো তাদের প্রথমেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তাদের জীবন বাঁচানো যেত। কিন্তু পুলিশ প্রশাসন কাজটি করতে পারেনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, যুগ্ম মহাসচিবৎ মাওলানা আশরাফুল আলম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
Leave a Reply