1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
নির্বাচিত হলে সদর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে চান ফকির মো: বেলায়েত হোসেন - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

নির্বাচিত হলে সদর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে চান ফকির মো: বেলায়েত হোসেন

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২২৩ জন পঠিত
নির্বাচিত হলে সদর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে চান ফকির মো: বেলায়েত হোসেন
নির্বাচিত হলে সদর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে চান ফকির মো: বেলায়েত হোসেন

সবুজ দাস, ফরিদপুর : যতই দিন যাচ্ছে, ততোই ঘনিয়ে আসছে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের নানা প্রতিশ্রæতি দিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পর পর দুইবারের চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন। ভোটারদের মন জয় করার প্রাণপণ চেষ্টা করছেন তিনি। আগামী ৮ মে ফরিদপুর জেলার যে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে অন্যতম সদর উপজেলা পরিষদের নির্বাচন।

বিগত বছরগুলোর তুলনায় এ বছরের নির্বাচনের হিসাব-নিকাশ অনেকটা ভিন্নত্বর। এবছর দলীয় প্রতিক না থাকায় বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিক না থাকায় এ বছরের নির্বাচনে জনগনের মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করছেন অনেকেই। এদিকে এ নির্বাচনের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফকির মো: বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, আমি আওয়ামী রাজনীতির একজন সক্রিয় কর্মী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সময় দলের জন্য কাজ করে আসছি।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণীপেশার মানুষের আস্থা ও ভালবাসা নেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছি। একজন রাজনৈতিক দলের কর্মি হিসেবে আমার প্রথম লক্ষ্যে হচ্ছে গণমানুষের মনের কথাগুলো জানা এবং সে হিসেবে কাজ করা। আমি যদি ফরিদপুর সদর উপজেলার প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় এই ফরিদপুর সদর উপজেলার মানুষের কাছে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে জনসাধারণকে সঙ্গে নিয়ে কাজ করবো।

এ সময় রাজনৈতিক জীবনের বর্ননা দিতে গিয়ে ফকির মো: বেলায়েত হোসেন বলেন, ১৯৯৭ সালে প্রবীন নেতা বিপুল ঘোষের হাত ঞরে রাজনীতিতে পদার্পন করি। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের ফাঁসি দিয়ে মামলাটি দ্রত নিস্পত্তি করার বিষয়ে ২০০১ সালে বঙ্গকন্যা কানাইপুরে একটি সমাবেশ করেন। এ সমাবেশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করি। আমি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। একই সাথে কানাইপুর ইউনিয়নের জনগন ভালোবেসে ভোট দিয়ে পর পর দুই বার আমাকে চেয়াম্যান নির্বাচিত করেছেন। এ ছাড়াও আমি ফরিদপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং জেলারও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। একই সাথে শ্রমিকলীগের ও দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি কোতয়ালী থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছি।

শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদে শান্তিতে ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এ সময় তিনি এলাকার জনগনের উদ্যেশে বলেন, আমি জনগণের সেবক হতে চাই। সকল সামাজিক সমস্যা দূরীকরণে সর্বদা জনগণের পাশে থাকবো। কথার মাধ্যমে নয়, আমার কাজের মাধ্যমে আমি স্থান করে নিতে চাই আপনাদের হৃদয়ে। এলাকার জনগণের সেবা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই। একই সাথে নির্বাচিত হলে ফরিদপুর সদর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION