স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টা ও সাড়ে ১১টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই দুই নেতা হলেন, ফরিদপুর মহা নগর বিএনপির যুগ্ম আহŸায়ক নাসিরউদ্দিন আহমেদ মিলার ও জেলা যুবদলের সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রাজিব হোসেন।
রাজীবকে বেলা ১১টার দিকে শহরের পূর্ব খাবাসপুরস্থ নিজ বাড়ি থেকে এবং বেলা সাড়ে ১১টার দিকে নাসিরউদ্দিনকে শহরের কমলাপুরস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গত ২৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের শ্রীঅঙ্গন সেতুর নিকট অগ্নি সংযোগ ও ককটেল উদ্ধারের ঘটনা ঘটে।
এ ঘটনায় এস আই খায়রুল বাসার বাদী হয়ে গত ২৯ অক্টোবর ১৬ জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলাদায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে নাসিরউদ্দিন ও রাজীবকে। উল্লেখ্য ওই মামলায় এর আগে ফরিদপুর মহানগর বিএনপির আহŸায়ক এ এফ কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply