স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আনুমানিক সকাল পৌনে সাতটার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ শহরের পূর্ব খাবসপুরের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার হতে তাদের গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের শ্রীঅঙ্গন সেতুর নিকট ও রাত দেড়টার দিকে অম্বিকাপুর রেল গেট এলাকায় অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণের দুটি ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৯ অক্টোবর পুলিশ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নাশকতা, অগ্নি সংযোগ ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই দুটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এ কে কিবরিয়া ও ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে।
Leave a Reply