মধুখালী অফিস :
ফরিদপুরের মধুখালীর কামারখালীর গন্ধখালীতে মধুমতি নদী ভাঙ্গণের ফলে ঝুকিতে পড়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ী, যাদুঘর, বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় হাজারো মানুষের বাড়ীঘর।
স্থানীয়দের দাবী এরই মধ্যো এ বীরের বাড়ী ও যাদুঘরে যাওয়ার একমাত্র সড়কটির গন্ধখালী এলাকায় একশ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনি ভাঙ্গন রোধ না করা হলে বিলীন হয়ে যাবে বীরের বাড়ী, স্মৃতি যাদুঘরসহ বীরের গ্রাম সালামতপুর ও বীরের নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতশত বাড়ীঘর।
নদীভাঙ্গন রোধের দাবীতে স্থানীয় কয়েকশ এলাকাবাসী মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। তারা দাবী করেন, নির্মানাধীন মধুখালী-মাগুরা রেলপথের মধুমতি নদীতে প্রস্তাবিত সেতু গন্ধখালী এলাকায় নদী মাসন করে স্থাপন করা হলে বাঁচবে খরচ ও এলাকাবাসী রক্ষা পাবে ভাঙ্গণ থেকে। #
Leave a Reply