এস এম রুবেল, বোয়ালমারী : বোয়ালমারী থানার অফিসার ইনচার্জের দরজা সাধারন মানুষের জন্য সর্বদা খোলা যখন ইচ্ছা তখন গিয়ে তার অভিযোগ বলতে পারেন। কোন প্রকার দালালের মাধ্যম ছাড়া। মামলা বা অভিযোগ করতে কোন প্রকার টাকা বা দালাল ধরা লাগবেনা সরাসরি ওসির রুমে এসে কথা বলুন।
বোয়ালমারী হবে দালাল ও দূর্নীতি মুক্ত এলাকা। বর্তমান পুলিশ আধুনিক পুলিশ। জিডি, মামলা, পুলিশ ক্লিয়ার রেন্স, সাধারন ডায়েরী, বিভিন্ন প্রকার পুলিশি সেবা নিতে কোন প্রকার আর্থিক লেনদেন করা লাগে না। শুক্রবার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়ে এমটি বলেছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব।
তিনি আরও বলেন, বর্তমানে ছেলে মেয়েরা মোবাইলে বেশি আসক্তি, তারা বিভিন্ন প্রকার অনলাইনের মাধ্যমে জুয়া খেলছে, অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে, কেউ তার মেয়েকে বাল্য বিবাহ দিচ্ছে, মাদক সেবন, মাদক বিক্রি করছে, এমনকি কিশোর গ্যাং তৈরী হয়েছে এমন যে কোন অপরাধ আপনার এলাকায় হলে অবশ্যয় আমাকে জানাবেন। আমাকে থানায় না পেলে সরাসরি ফোন করবেন।
আর আপনাদের প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং দেয়া আছে। সেই বিট পুলিশ অফিসার আপনাদের নিকট গিয়ে অভিযোগ শুনবে, এবং তার সমাধান দিবেন। কাউকে পুলিশ কোন প্রকার হয়রানি করবেনা । কেউ কোন প্রকার পুলিশের মাধ্যমে হয়রানি হয়ে থাকলে সাথে সাথে আমাকে জানান। আমি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করবো। সত্যতা প্রমাণ হলে তার কঠিন শাস্তি পেতে হবে।
কারণ এখন পুলিশ জনবান্ধব সাধারন মানুষের পুলিশ। সুখে, দুঃখে, সমাজকে সুন্দর ভাবে গড়ে তুলতে পুলিশের অগ্রণী ভূমিকা রয়েছে। তাই আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য। আপনারা ভালো থাকলে ভালো থাকবে দেশ, দেশ ভালো থাকলে আমরা পাবো সুন্দর একটা জাতি। যার আগামী প্রজন্ম পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। জানান দিবে নিজ দেশের অস্তিত্ব।
Leave a Reply