স্টাফ রিপোর্টার : তিন দিন বন্ধ থাকার পর শনিবার সকাল ৬টা থেকে থেকে ফরিদপুর-রাজবাড়ী-গোয়ালন্দ পথে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। ফরিদপুর ও রাজবাড়ী মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ গত শুক্রবার রাজবাড়ীতে বসে নিজেদের মধ্যে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। ওই সভায় আজ শনিবার থেকে সরাসরি বাস চলাচলের সিদ্ধান্ত হয়।
পাশাপাশি আগামী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজবাড়ীতে বসে গোয়ালন্দ মোড়ে বাসের জট, ফাইন করাসহ প্রভৃতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বাস শ্রমিক ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির বলেন,ওই সভায় বিস্তারিত আলোচনা করে এ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক বলেন, শুক্রবার রাতে আমরা বসে আলোচনা করে শনিবার সকাল ৬টা থেকে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর বলেন, তিন দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে এ দুটি ওই পথে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। তিনি বলেন, আগামি মঙ্গলবার রাজবাড়ীতে দুই জেলার মালিক ও শ্রমিক বসে স্থায়ী ভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেবে। গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী ও ফরিদপুরের বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পর থেকে গত বুধ, বৃহস্পতি ও গত শুক্রবার ওই দুই পথে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল।
প্রসঙ্গত, ফরিদপুর ও রাজবাড়ী শহর থেকে প্রতিদিন সকাল ৬টায় রাজবাড়ী ও ফরিদপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। প্রতি ১০ মিনিট পরপর একটি করে বাস ছেড়ে যায়। রাত ৮টা পর্যন্ত এভাবে বাস চলতে থাকে। অপরদিকে ফরিদপুর থেকে দৌলৎদিয়া পযন্ত বাস চলাচল করে আধা ঘন্টা পর পর। ফরিদপুর ও রাজবাড়ী পথে প্রতিদিন ৮০ বার বাস চলাচল করে। অপরদিকে ফরিদপুর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পথে প্রতিদিন ৪০ বার বাস চলাচল করে। এ পথে বাস চলাচল করে আধা ঘন্টা পর পর।
Leave a Reply