স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় এ মৃত্যুর ঘটনা ঘটে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে যে দুইজনের মৃত্যু হয়েছে তাদের একজন তরুণ এবং অপরজন বৃদ্ধ। যে তরুণের মৃত্যু হয়েছে তার নাম সুমন মিয়া (২৮)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খাজপুর গ্রামের বাসিন্দা রাজ্জাক মিয়ার ছেলে। যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তাঁর নাম গোলাম রসুল (৬৮)। তিনি মাগুরার মুহাম্মদপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন। জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০ জন। এর মধ্যে ২৩ হাজার ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। তবে মৃত্যুর হার স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধারণা করছি শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জেলা চলমান ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে।
Leave a Reply